পানি জলবদ্ধা ও পানির ঢালায় বিরাশি রাস্তায় ভাঙ্গন



মোঃনজরুল ইসলাম মাস্টারের বাড়ীর সম্মুখে 


গেল
কয়দিন আগে টানা দিনরাত বৃষ্টির প্রভাব্ এ  ফসলের উপর পড়ার পর দীর্ঘ সময় পানির জলবদ্ধা থাকায় রাস্তা ভাঙ্গনের উপর প্রভাব পড়েছে মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়নের পূর্ব বিরাশি গ্রামের খামার বাজার অভিমুখী রাস্তায় ।এই রাস্তা দিয়ে তিন/চার গ্রামের মানুষ কে খামার বাজার হয়ে উপজেলা পর্যন্ত  যেতে হয় ।বর্ষার পানি দীর্ঘ সময় আটকে থাকায় বাগাদানা খাল এর প্রবেশ পথে (মোঃনজরুল ইসলাম মাস্টারের বাড়ীর সম্মুখে ) স্থল পানির ঢালা নামায় রাস্তার অনেক অংশ ভেঙে গেছে এতে গাড়িচলাচল কঠিন হয়ে পড়ছে।­­­