রাতভর বৃষ্টিতে ময়মনসিংহ শহরের বাসাবাড়ি, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রে পান




রাতভর বৃষ্টিতে ময়মনসিংহ শহরের বাসাবাড়ি, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রে পানি




 পড়েছেন চরম ভোগান্তিতে।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল নগরে। সন্ধ্যার পর থেকে রাতভর ভারি বৃষ্টিতে নগরের ড্রেনগুলো উপচে পানি ছড়িয়ে পড়ে চারপাশে; সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

বৃষ্টির পানি বিদ্যুৎকেন্দ্র, সরকারি হাসপাতাল, বাসাবাড়ি, দোকানে ঢুকে পড়ে তৈরি করছে চরম ভোগান্তি।

সরকারি ছুটির দিন শুক্রবার দুপুরে পানি কিছুটা কমলেও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে মানুষের ভোগান্তি বড় পরিসরে কমেনি।

ভুক্তভোগীদের ভাষ্য

নগরের বেশ কয়েকজন বাসিন্দা জানান, টানা বৃষ্টিতে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় বাসাবাড়ির নিচ তলাগুলো তলিয়ে গেছে। বিভিন্ন বস্তিতে করতে হচ্ছে মানবেতর জীবনযাপন।

বস্তির ঘরগুলো হঠাৎ বর্ষণে তলিয়ে যায়। বিদ্যুৎ কেন্দ্র ও কন্ট্রোল রুমে পানি ঢোকায় বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নগরের আর. কে মিশন রোড এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ বলেন, ‘স্মরণকালের ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছে কাল থেকে। রাত ৯টার পর থেকেই আমাদের এলাকায় তীব্র জলাবদ্ধতা শুরু হয়।

‘এখন পর্যন্ত জলাবদ্ধতা রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে লোকজন।’

ব্রাহ্মপল্লী এলাকার আরিফুর রহমান বলেন, ‘বাসার নিচতলায় পানি প্রবেশ করেছে। ড্রেনের ময়লা পানির গন্ধে অতিষ্ঠ হচ্ছে এলাকার লোকজন।

‘বাসা থেকে বের হয়ে কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকে।’